প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৪:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ
হালদা নদীর এই কি অবস্থা ? হালদায় ভেসে উঠলো আরো এক মা মাছ
![]()
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: কয়েক দিনের ব্যবধানে আবারও দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মৃত কাতলা মাছ ভেসে উঠেছে। ৩০ জুন রবিবার সকাল ১১টায় নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় মরা কাতলা মাছটি নদী থেকে উদ্ধার করে এলাকার লোকজন। এই মাছটির ওজন প্রায় ১৯ কেজি ৩০০ গ্রাম, দৈর্ঘ্য প্রায় ১১৮ সেন্টিমিটার। জানা যায়,নদীর দক্ষিণ দিক থেকে জোয়ারে ভেসে আসে কাতলাটি।
ভাটার কারণে সকাল ১১টার দিকে এটি আজিমের ঘাট এলাকায় আটকা পড়ে। মাছটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিছু অসাধু মাছ শিকারি এবং নদীর পানি দূষিত হওয়ার কারণেই মা মাছের মৃত্যু হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এই এক সপ্তাহে নদীতে ৫ টি রুই-কাতলা মা মাছ ও ডলফিন মরে ভেসে উঠেছে।এভাবে হালদার মা মাছ ও ডলফিন মারা গেলে জীব-বৈচিত্র হুমকির মুখে পড়বে।এ অবস্থায় হালদার জীববৈচিত্র্য রক্ষায় হালদার পাড়ে নজরদারি বাড়ানোর প্রয়োজনও মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.