আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া বিভিন্ন সময় আটক হওয়া ১২ জন বাংলাদেশিসহ মোট ১৯১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। জোহর রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, তাদের সাজার মেয়াদ শেষ হওয়ার পর দেশে পাঠানো হয়েছে। ৫ জুলাই রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়,২ এবং ৪ জুলাই পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে ৯৫ জন ইন্দোনেশিয়ান, ৮৪ জন মিয়ানমারের এবং ১২ জন বাংলাদেশি বন্দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১) এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে এই বন্দিদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাইয়ের পর আকাশ ও স্থলপথে নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়।' এই বন্দিদের কালো তালিকাভুক্ত করা হয়েছে যাতে তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।