রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

২দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম সচল

মো: সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: ২দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম।

ভারতে দোলযাত্রা ও বাংলাদেশে ২৬ মার্চ সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে দুদিন বন্ধ ছিল আমদানি-রফতানি বাণিজ্য। তবে এই ২ দিন ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, ২ দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----