বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

রবিবার (৫ জুন) দুপুরে রায়পুর পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে মো. মিরাজ হোসেন এ সংবাদ সম্মেলন করেন।

এসময় রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা মজুমদার বাড়ির আব্দুর রব মজুমদারের ছেলে ভুক্তভোগী মো. মিরাজ হোসেন জানান, একই বাড়ির মৃত আব্দুল মান্নানের পরিবারের সাথে সাড়ে ১৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে সমাজে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে মৃত আব্দুল মান্নানের স্ত্রী শাহানারা বেগম ও তার ছেলে সোহেল।

মিরাজ আরও বলেন, হাবিবুল্লাহ সোহেল চট্রগ্রামে থাকার সুবিধার্থে প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ের লোকজনকে ব্যবহার করে আমাদেরকে হয়রানি করছে। এছাড়াও আমার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশ করে, যেগুলোর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
তাদের এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সত্য সংবাদ প্রচারের সবিনয় অনুরোধ জানান মিরাজ।

অপপ্রচারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন ভুক্তভোগী মিরাজ।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----