বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে রিজার্ভ থেকে তেল বিক্রি করাতে পারে

যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে রিজার্ভ থেকে তেল বিক্রি করার পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। আগামী মাসে কংগ্রেসের নির্বাচনের আগে জ্বালানি সংকট দূর তথা দ্রব্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে এই পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন। এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন চলতি সপ্তাহে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল বিক্রির ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। গত মে মাস থেকেই রিজার্ভ থেকে তেল বিক্রি শুরু করে যুক্তরাষ্ট্র। ১৮০ মিলিয়ন ব্যারেল বা ১৮ কোটি ব্যারেল তেল রিজার্ভ থেকে বিক্রি করার কথা জানিয়েছিল দেশটি। বাইডেন প্রশাসন তেল বিক্রির বিষয়ে তেল কোম্পানির সঙ্গেও আলোচনা করেছে।

প্রেসিডেন্ট বাইডেন চলতি সপ্তাহে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল বিক্রির ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। গত মে মাস থেকেই রিজার্ভ থেকে তেল বিক্রি শুরু করে যুক্তরাষ্ট্র। ১৮০ মিলিয়ন ব্যারেল বা ১৮ কোটি ব্যারেল তেল রিজার্ভ থেকে বিক্রি করার কথা জানিয়েছিল দেশটি। বাইডেন প্রশাসন তেল বিক্রির বিষয়ে তেল কোম্পানির সঙ্গেও আলোচনা করেছে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----