সংবাদের আলো ডেস্ক: বগুড়ার শেরপুরে তেল মোবিলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) দিবাগত রাতে উপজেলার হাসপাতাল মোড় এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের ধারে এ আগুনের সূত্রপাত হয়। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, রাত সোয়া ১১টার দিকে আগুন লাগার খবর আসে। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু তেলের কারণে আগুনের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে। সেখানে থেমে থেমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বর্তমানে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।