রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম শফি এমপি

নাসিম আহমেদ রিয়াদ: মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম শফি।

সোমবার (৩ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম শফি এমপির সহধর্মিণী মিসেস কামরুন নাহার এবং তার পুত্র ও এম পি মহোদয়ের বিশেষ সহকারী মোঃ কামরুল ইসলাম আদর।

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে উল্লাপাড়ার উন্নয়ন ও অগ্রগতিতে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশা , মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

রাষ্ট্রপতিকে উল্লাপাড়ায় আগমনের আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। সৌজন্য স্বাক্ষাতকালে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----