বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচি নগর উন্নয়ন প্রকল্পের তিনটি রাস্তার ফলক উন্মচন করলেন মেয়র রেজা !

                            বেলকুচি নগর উন্নয়ন প্রকল্পের তিনটি রাস্তার ফলক উন্মচন করলেন মেয়র রেজা ! - দেশ জার্নাল

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া, শেরনগন ও কামারপাড়ায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের তিনটি রাস্তার কাজের ফলক উন্মোচন করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকালে বেলকুচি পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর এলাকার ৭নং ওয়ার্ড মুকুন্দগাঁতী পশ্চিমপাড়ার আব্দুল্লাহ আল মামুনের বাড়ী হইতে মফিজ মোল্লার বাড়ী পর্যন্ত রাস্তার কাজের ফলক উন্মোচন করা হয়। এছাড়া ৮নং ওয়ার্ড শেরনগর ও ৯নং ওয়ার্ডের কামারপাড়ার রাস্তার কাজের ফলক উন্মোচন করে।

এসময় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সাথে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিল ফজলুর রহমান ফজল, বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা পলাশ মন্ডল, বাবুল প্রামানিকসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----