বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার’ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

এরআগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান, মো. রাশেদ খান মেনন রাসেল, পারুল মাহবুব খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আল আমিন কবির।

কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----