মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে থানা হাজতে আসামীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে থানা হাজতে আনোয়ার হোসেন নামে এক আসামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে সরিষাবাড়ী থানায় এ ঘটনা ঘটে। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে লাশের ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

সরিষাবাড়ী থানা পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা হাটবাড়ী গ্রামের দুলু কামারের ছেলে আনোয়ার হোসেন। সে সরিষাবাড়ী থানার একটি মামলার এজাহার ভুক্ত আসামী। গত মঙ্গলবার বিকেলে আসামী আনোয়ার হোসেনকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাকে থানা হাজতে রাখা হয়। মধ্যরাতে হঠাৎ সে থানা হাজতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পুলিশ তৎক্ষনাৎ তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতের মামা আলহাজ ফকির বলেন, পুলিশ সুস্থ অবস্থায় আনোয়ারকে ধরে নিয়ে গেল। আর এমন কি হল যে, রাতেই সে মারা গেল।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ১২ টা ১৫ মিনিটে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

এ ব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, আনোয়ার হোসেনের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার বিষয়টি পুলিশ তাকে জানিয়েছেন। তৎক্ষনাৎ তিনি হাসপাতালে গিয়ে আনোয়ার হোসেনের নিথর দেহ দেখতে পান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন,
হাজতি আনোয়ার হোসেন মঙ্গলবার মধ্য রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষনাৎ তাকে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----