শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নগরকান্দা-সালথা মানবকল্যাণ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:।ফরিদপুরের নগরকান্দা – সালথা উপজেলা নিয়ে গঠিত নগরকান্দা-সালথা মানব কল্যাণ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টার সময় ফরিদপুরের সালথা উপজেলার কুমারপুটি কাজী বাড়িতে সংগঠনটির ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবাস থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সৌদি প্রবাসী মাওলানা সাইফুল ইসলাম ফরিদপুরী।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী , মাওলানা কাজী কামরুজ্জামান, মুফতী শিহাব উদ্দিন, মাওলানা মাসরুর আহমাদ, মুফতী সৈয়দ মুস্তাফিজুর রহমান, মুফতী জহিরুল ইসলাম, মুফতী নাজমুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মোল্লা মোহাম্মাদ জিকরুল্লাহ প্রমুখ।
সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজের অসচ্ছল, অসহায়, দুস্থ মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----