বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ব্যতিক্রমি উদ্যোগ

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ই মার্চ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছেন পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ (পান্না মোল্লা)।

৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেন। ৭ই মার্চ রাতে পৌর এলাকার চালা মুকুন্দগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে  বঙ্গবন্ধুর ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বিভিন্ন ভিডিওচিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাঝে তুলে ধরেন ও খাবার বিতরণ করেন।

পান্না মোল্লা বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ছিলো এই ভাষণ। এ ভাষণের কথামালা বাঙালির হৃদয়ের সাহস সঞ্চার করে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেশের মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সাইদুল ইসলাম প্রামানিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য কাইয়ুম প্রামানিক, ৩ নং ওয়ার্ড আঃলীগের কার্যকরী সদস্য ওমর সানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন শেখ, সিয়াম আহম্মেদ প্রমূখ।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----