বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাঙ্গামাটিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন জিজাহান

সংবাদের আলো ডেস্ক: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সোমবার (১০ জুন) সন্ধ্যায় শহরের বিজয় সরণির একটি বেসরকারি হাসপাতালে মা জিজাহান ও পিতা মো. শাহজালালের ঘর আলো করে আসে এই তিন পুত্রসন্তান। তারা শহরের পর্যটন ঝুলন্ত ব্রিজ এলাকার দেওয়ান পাড়া এলাকার বাসিন্দা। এরআগে সোমবার সকালে মা জিজাহানকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তার প্রসব ব্যথা বাড়তে থাকলে ডাক্তারদের পরামর্শে পরিবারের লোকজন তাকে এলায়েন্স বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। নবজাতকদের মামা মো. রমজান আলী বলেন, গতকাল (সোমবার) সকালে আমরা আমার বোনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করি। এখানকার ডাক্তার আজ (মঙ্গলবার) সকালে তার ডেলিভারি করবেন বলেছিলেন।কিন্তু সন্ধ্যা হতে হতেই তার প্রসব ব্যথা বাড়তে থাকলে হাসপাতালের ডাক্তারদের পরামর্শে আমরা তাকে এলায়েন্স বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। নবজাতকদের নানি জুলি বেগম বলেন, নবজাতকদের মায়ের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়াতে ডাক্তারদের পরামর্শে মঙ্গলবার প্রথমে মাকে ও পরে বাচ্চাদের চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। বর্তমানে বাচ্চারা শারীরিকভাবে ভালো আছে। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. শওকত আকবর জানান, গতকাল সন্ধ্যায় মা জিজাহান তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মায়ের শারীরিক পরিস্থিতি কিছুটা খারাপ হওয়াতে আমরা চট্টগ্রামে রেফার করেছি। বাচ্চাদেরও মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----