বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে ভিজিএফের চাল বিতরণ

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে  পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।  (১৪জুন শুক্রবার) দুপুরে হাতিয়া ইউপি চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া। হাতিয়া ইউনিয়নের ৬ হাজার ৮শ’ ৭৪জন মানুষের মাঝে ১০ কেজি করে ৬৮.৭৪০ মে. টন চাল বিতরণ করা হবে।
চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ লোকমান হাকিম  , ইউপি সদস্য মোহাম্মদ সাইফুল রহমান , রাজ্জাকুল ইসলাম, মোহাম্মদ সামসুল হক ইউপি সচিব হারুন আর রশিদ, হিসাব সহকারী আনোয়ার পারভেজ,  প্রমুখ। জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-আজা উপলক্ষে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৩ হাজার ২শ’ ৩৪জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হবে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----