শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মত বিনিময়

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে জন প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা সোমবার (১ জুলাই) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনূর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খান। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার, বীর মুক্তিযোদ্ধা এম. এ মজিদ মিঞা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান, থানা অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ, থানা অফিসার ইনচাজ (তদন্ত) আনোয়ার হোসেন, আ’লীগ নেতা মো. নূরুল ইসলাম মোহন, তাহেরুল ইসলাম তোতা প্রমুখ।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----