উরুগুয়ের বিপক্ষে সকালে মাঠে নামছে ব্রাজিল, দেখবেন যেভাবে
সংবাদের আলো ডেস্ক: কোপা আমেরিকার ৪৮তম আসরের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে রবিবার (৬ জুলাই) শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। এদিকে গুরুত্বপূর্ণ এ ম্যাচে ভিনিসিয়ুসকে পাচ্ছে না সেলেসাওরা। তার শূন্যস্থান পূরণে এনড্রিককে বিবেচনা করছেন দরিভাল। তবে শুরুর একাদশে ভিনিসিয়ুসের জায়গায় রদ্রিগোর খেলার সম্ভাবনাই বেশি।এ নিয়ে ব্রাজিল কোচ দরিভাল বলেন, ‘আমি আশা করি আমরা গোল করার পথ খুঁজে পাব। পুরো দলের নিবেদনে আক্রমণভাগের খেলোয়াড়রা সেই সুযোগটি পান এবং তাদের ভালোভাবে ফিনিশিং দিতে হবে।এভাবে প্রতিপক্ষের সীমানায় ক্রমাগত আক্রমণ ছাড়া ভিন্ন কোনো উপায় নেই। আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে (ভিনিসিয়ুস) হারিয়েছি, তবে আরেকজন তরুণ তারকাকে সুযোগ দেওয়ারও সুযোগ এসে গেছে। কে জানে, সেটি এনড্রিককে মুহূর্ত হতে যাচ্ছে!’তিনি আরও বলেন, ‘এনড্রিক বিশেষভাবে নম্বর নাইন পজিশন নেয়নি, সে জায়গাতেই মূলত সে খেলতে পছন্দ করে। সে এমন একজন খেলোয়াড় যার জায়গাটা ভাসমান এবং তিনি সবদিকে গতি ধরে রেখে খেলে থাকে।অন্যদিকে সেলেসাওদের একাদশে আরও একটি পরিবর্তনের সম্ভাবনা আছে। নিষেধাজ্ঞার কারণে লেফটব্যাক ভেন্ডেলেরও খেলা হবে না। ফলে গুয়েলার্মে অ্যারেনাকে একাদশে দেখা যেতে পারে। এদিকে ব্রাজিলের খেলা দেখা নিয়ে সমর্থকদের প্রায়ই নানান বিড়ম্বনায় পড়তে হয়। তবে এবার সেই শঙ্কা নেই। বাংলাদেশের চ্যানেলেই পুরো টুর্নামেন্ট দেখার সুযোগ পেয়েছেন সেলেসাও ভক্তরা। টি-স্পোর্টসে কোপার কোয়ার্টার ফাইনালসহ পুরো টুর্নামেন্ট দেখা যাবে। এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও রোমাঞ্চকর এই লড়াই দেখা যাবে। অন্যদিকে ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপেও খেলা উপভোগের সু্যোগ থাকছে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।