কোটা সংস্কার দাবীতে নেত্রকোনায় মিছিল ও সড়ক অবরোধ
নেত্রকোনা প্রতিনিধি: কোটা সংস্কার দাবিতে সারাদেশের কর্মসূচীর আলোকে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার(১০ জুলাই) বেলা বারোটার দিকে শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজুর বাজারে সংলগ্ন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসের সামনে গিয়ে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে সামনে সারাদিনের জন্য অবস্থান নেয় বিক্ষুপ্ত শিক্ষার্থীরা।
এ সময় কোটা সংস্কারের দাবিতে “কোটা না মেধা, মেধা মেধা” “কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক” সহ নানা স্লোগান ও গান গেয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা পদ্ধতির প্রচলন রয়েছে তা পুরোপুরি সংস্কার করতে হবে।এই দাবি সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত আমরা সড়ক অবরোধ করে রাখবো। অন্যদিকে সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে জরুরী পরিসেবার যানবাহনগুলো ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।