শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ডিবিতে ৩২ ঘণ্টা ধরে অনশনে ছিলেন ছয় সমন্বয়ক

সংবাদের আলো ডেস্ক: ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক। তবে ছাড়া পাওয়ার আগে ৩২ ঘণ্টা ধরে তারা অনশনে ছিলেন বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর নাহিদের বাবা এই তথ্য জানিয়েছেন। আন্দোলনের বদরুল ইসলাম জানান, ছেড়ে দেওয়ার আগে ছয় সমন্বয়ক গত ৩২ ঘণ্টা ধরে অনশনে ছিলেন।

এদিকে ৬ সমন্বয়কের অনশনের বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী মানজুর আল মতিন পীতম। নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক পোস্টে লিখেন, ‘ডিবি হেফাজতে বন্দি ৬ সমন্বয়ক গত ৩২ ঘণ্টা ধরে অনশনে। আমি ভাবতাম তোরা নজরুল পড়িসনি! কত ভুল ভাবতাম রে! তোরাই তো একেকটা নজরুল! ৩৯ দিনের অনশনে নজরুল একাই ব্রিটিশ রাজের ভিত্তি নাড়িয়ে দিয়েছিলেন! তোরা তো অগুনতি নজরুল! কে ঠেকায় তোদের! ‘উহারা ক’জন, তোরা অগণন! সকল শক্তিধারী!’

এর আগে দুপুর দেড়টার দিকে ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সমন্বয় নাহিদ ইসলাম বাবা বদরুল ইসলাম জানান, ভোর ৬টায় সবার বাসায় ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। পরে দুপুর দেড়টার দিকে ডিবি কার্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----