টাঙ্গাইলে উদ্ভুত সংকট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে উদ্ভুত সংকট নিরসনে ইমাম, আলেম-ওলামা, মাশায়েখ ও ধর্মীয় প্রতিষ্ঠান-সংগঠনের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে জেলা মডেল মসজিদে আয়োজিত ওই অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মো. কায়ছারুল ইসলাম।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডশনের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াত ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ, জেলা ইমাম ও মোয়াজ্জেম পরিষদের সভাপতি ও কেদ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শামসুজ্জামান, জেলা হেফাজত ইসলামের সদস্য সচিব মুফতি আব্দুর রহমান, কওমী ওলামা পরিষদের সাংগঠকি সম্পাদক মুফতি ইলিয়াস হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার সভাপতি আকরাম হোসেন প্রমুখ। এ সময় ইসলামি বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।