সার্বিক পরিস্থিতি নিয়ে রাউজান উপজেলা প্রশাসনের সাথে বিএনপির মতবিনিময়
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: সরকার পতনের পর রাউজানে সৃষ্ট সার্বিক পরিস্থিতি নিয়ে রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রিদুয়ানুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম, রাউজান পৌরসভার বিএনপির আহ্বায়ক আবু আহমেদ, সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন খান,
বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এর ব্যাক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবি দলের সভাপতি শফিউল আলম চৌধুরী, যুবদলের যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, মরাদুল আলম, একরামুল হক, শামশুল হক বাবু, রফিকুল ইসলাম, কমেলন্দু শীল, সেলিম নুর, এডভোকেট ফরিদা আক্তার, এমদাদুল হক, আব্দুল হক, জিয়া উদ্দিন, জিএম মোরশেদ, আয়ুব খান জনি, আবু তাহের, হারুনর রশীদ চৌধুরী, দিদারুল আলম, মোহাম্মদ সালাউদ্দিন, সরাফত উল্লাহ বাবুল, রাউজান উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ওয়াসিম, পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন ইরফান, সাধারণ সম্পাদক সাফায়ত হোসেন রাকিব, আনিস উদ্দিন ইমন বক্তব্য রাখেন।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।