মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দাড়ি না রাখায় চাকরি হারালেন আফগানিস্তানের ২৮০ সেনা

নিরাপত্তা বাহিনীর ২৮০ জনেরও বেশি সদস্যকে বরখাস্ত করেছে আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয়। কারণ- তারা দাড়ি না রাখা কিংবা দাঁড়ি রাখতে ব্যর্থ হয়েছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালে আফগানিস্তানে অনৈতিক কাজের জন্য ১৩ হাজারের বেশি মানুষকে আটক করে তালেবান সরকার। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, তবে আটককৃতদের প্রায় অর্ধেককে ২৪ ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে।

দেশটির পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মহিবুল্লাহ মোখলিস জানান, গত বছর, কর্মকর্তারা ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করেছে। পাশাপাশি হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অশ্লীল সিনেমা বিক্রি করতে বাধা দিয়েছে।

ইসলামি আইনের অধীনে, দাঁড়ি না রাখার জন্য নিরাপত্তা বাহিনীর ২৮১ সদস্যকে চিহ্নিত করে বরখাস্ত করা হয়। এর আগে, ২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা দখল করলে দেশটির নারী মন্ত্রণালয় বাতিল করে নৈতিকতা মন্ত্রণালয় গঠন করা হয়।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----