মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী

 

মোঃজাহিদুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি:-

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষমতা আসলে প্রতিটি সেক্টরে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে আইন করে তাদের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী চৌমুহনী শহর শাখার কর্মী সম্মেলন ২০২৪ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল শুক্রবার বাদ জুমায় নোয়াখালী, চৌমুহনী উৎসব কমিউনিটি সেন্টারে সংগঠনের চৌমুহনী শহর শাখার সভাপতি অলি উল্যাহ ইয়াছিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন রাজু এর সঞ্চালনায়

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ এর জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম।
নোয়াখালী জেলা শাখার উপদেষ্টা, চৌমুহনী শাখার বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গনি চৌধুরী মহল। জামায়াতে ইসলামী চৌমুহনী শাখার আমীর মোঃ জসীম উদ্দিন।
জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ভূঁইয়া,

শাহ মিজানুল হক মামুন, নুর ইসলাম,
চৌমুহনী শাখার উপদেষ্টা এডভোকেট মিজানুর রহমান, চৌমুহনী শহর শাখার সাবেক সভাপতি মোফাফ্ফার হোসাইন নাসিম।

আরো উপস্থিত ছিলেন শহর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----