শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‎লাখো কন্ঠের আমিন ধ্বনিতে মুখরিত রায়পুরের ঐতিহাসিক  মাহফিলের ময়দান

‎এস এম জাকির হোসাইন

আখেরি মোনাজাতে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে শেষ হলো ৫দিনব্যাপী আজিমুশ্মান ইসালে সওয়াব এর মাহফিল।

‎রোববার (২৯ ডিসেম্বর ) সকাল ‎সাড়ে ৭ টার দিকে মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ও  চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সাঃ) আলহাজ্ব হযরত মাও:সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল-মাদনী সাহেব।

‎প্রায় ২০ মিনিট ধরে চলা আখেরি ‎মোনাজাতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহন করেন। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর)

থেকে শুরু হয়ে আজ রবিবার (২৯ডিসেম্বর) ফজরের নামাজের পর সমাপনী আলোচনার পর‎আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহ্ফিলের সমাপ্তি হয়।

রায়পুরে হায়দারগঞ্জের চর আবাবিল এলাকা থেকে এককিলোমিটার এলাকায় ‎মোনাজাতে শরীক হন লাখ লাখ নারী-পুরুষ। এসময় মোনাজাতে এক আবেগপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় ।

‎উক্ত মুনাজাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ রাজনৈতিক নেতারা  অংশগ্রহণ করেন  । বাংলাদেশ

‎ছাড়াও সুদান, সৌদি আরব,কাতার, ওমান, মালয়েশিয়া,সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশী ধর্ম প্রাণ মুসলমানগন  সরাসরি সম্প্রচার মাধ্যমে মুনাজাতে অংশ গ্রহণ করেন। এছাড়া ময়দানের  আশপাশ বাজার ব্যবসায়ী সহ আরো প্রায় দুই লাখ মুসল্লি এ দোয়ায় সামিল হয়।

এস এম/দেশ জার্নাল

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----