লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে , ১১ জনকে জরিমানা করা হয়েছে
নুরুল আমিন ভূইয়া দুলাল ,নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালত ১১ জনকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন।
(৬ জানুয়ারি) লক্ষ্মীপুর জেলা শহরের মিয়ার রাস্তার মাথা নামক স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানা যায় ।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা। অভিযানে এসময় লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন সূত্র জানা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় লক্ষ্মীপুর বিআরটিএ ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ ব্যতীত গণপরিবহণ-মোটরযান চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী ১১ জনকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সম্পর্কে জানতে চাইলে, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদ আলম রানা বলেন, চলমান অভিযান ১১ জনকে জরিমানা করা হয়েছ। এবং গাড়ির ফিটনেস নিয়ে চালকদের সতর্ক করা হয়েছে আমাদের এই চলমান অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানন ।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।