রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে কৃষি জমির মাটি কাটার দায়ে জরিমানাসহ কারাদণ্ড

 

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি সংগ্রহ ও ব্যবহারের দায়ে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমানের নেতৃত্বে চরমোহনা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গাজী ব্রিকস ও এসোসিয়েট র‍্যাব ব্রিকস নামক দুটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে যথাক্রমে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও এক লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।

ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ৭ (ক) (খ) ধারায় দুইজনকে ১৫ দিনের ও একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশ জার্নাল / সো আ

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----