শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে চারটি ড্রেজার মেশিন জব্দ করে যৌথবাহিনী!

প্রভাবশালী একটি মহলের মদদে দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আরিফ, কৃষক দলের ওয়ার্ড সভাপতি আবদুল মান্নান বেপারী, উত্তর চরবংশী ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সদস্য তোফায়েল মাতাব্বর ও একই ইউনিয়নের যুবলীগের সদস্য জামাল মাতাব্বর।

বালু উত্তলনের ফলে আশপাশের ফসলি জমি, বসত ভিটা ও মেঘনা নদীর তীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি এনএসআই এর নজরে এলে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে যৌথ বাহিনী অভিযান চালায়।

অভিযানে চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত সকল পাইপ ধ্বংস করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযানের পূর্বেই অভিযুক্তরা পালিয়ে যায়।

যৌথ বাহিনী জানায়, আমাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। যার ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময়  চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

দেশ জার্নাল/হারুন

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----