তারুণ্যের উৎসবে রায়পুরে কর্মসংস্থান ব্যাংকের অভিযোগ ও প্রতিকার সভা

এস.এম জাকির হোসাইন
লক্ষ্মীপুরের রায়পুরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে অভিযোগ ও প্রতিকার বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের গ্রাহক, উদ্যোক্তা, তরুণ বিনিয়োগকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের লক্ষ্মীপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল কবির ও সহকারী মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন। তারা ব্যাংকের সেবা কার্যক্রম, অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া এবং গ্রাহকবান্ধব ব্যাংকিং ব্যবস্থার অগ্রগতি তুলে ধরেন।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা ঋণ প্রাপ্তি, সেবা গ্রহণ, অনলাইন আবেদন ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গ্রাহক সম্পর্ক উন্নয়নে মতামত উপস্থাপন করেন। ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিক অনেক প্রশ্নের সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস প্রদান করেন।
আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল কবির বলেন “আমরা চাই জনগণের আস্থা ও সন্তুষ্টি নিশ্চিত করতে-যে কোনো সেবা কার্যক্রম যেন দ্রুত ও স্বচ্ছভাবে সম্পাদন হয়। তারুণ্যের এই উৎসব আমাদের তরুণ প্রজন্মের কর্মমুখী বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ।”

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।