রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না, জান্নাতের রাস্তা দেখায় — রুহুল আমিন ভুঁইয়া


‎এস.এম জাকির হোসাইন:
‎“বাংলাদেশ জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না, বরং জান্নাতের পথ দেখায়”— এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী আমীর ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভুঁইয়া।

‎শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় রায়পুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়েদ নাজমুল হুদা।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা ফজলুল করিম, উপজেলা সেক্রেটারি আবদুল আওয়াল রাসেল, উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুপ জালাল, পৌর নায়েবে আমীর এডভোকেট কামাল উদ্দিন, পৌর সেক্রেটারি আসরাফুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎রুহুল আমিন ভুঁইয়া বলেন, “জামায়াতে ইসলামী কোনো দলীয় স্বার্থে কাজ করে না। আমরা ইসলামভিত্তিক ন্যায়পরায়ণ সমাজ গঠনে বিশ্বাসী। মানুষের অধিকার রক্ষা ও নৈতিক সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য।”

‎তিনি আরও বলেন, “জনগণের সেবা করা ইবাদত মনে করি। তাই রায়পুরের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা নেওয়া হবে। জনগণের মতামত ও অংশগ্রহণকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

‎সভায় সাংবাদিকরা স্থানীয় নানা সমস্যা ও জনদুর্ভোগ তুলে ধরলে জামায়াত প্রার্থী তা মনোযোগ দিয়ে শোনেন এবং সম্ভাব্য সমাধানের আশ্বাস দেন।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়