বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লক্ষ্মীপুর-০২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন ‎

লক্ষ্মীপুর-০২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর-০২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

‎মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় থেকে আসন পরিচালক মাওলানা ফারুক হোসাইন নুরনবী মনোনয়নপত্র উত্তোলন করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল,সদর উপজেলা জামায়াতে আমির মাওঃ হুমায়ুন করিব পাটোয়ারী ,সেক্রেটারি ফয়েজ আহম্মদ, সহকারী সেক্রেটারী আনোয়ার হোসেন পাটোয়ারি সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

‎নেতৃবৃন্দ এ সময় বলেন, দেশের জনগণ একটি সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-০২ আসনের ভোটাররা ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবেন।


দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----