রাজনীতি যদি মানুষের লাশ ফেলার বিনিময়ে হয় নিশ্চই এ রাজনীতি মানুষের কল্যানে নয় – এমপি সাজ্জাদুল হাসান
বিশেষ প্রতিনিধি: রাজনীতি যদি মানুষের লাশ ফেলার বিনিময়ে হয়,নিশ্চিই এ রাজনীতি মানুষের কল্যানে নয়, যারা নির্বাচন করতে আসেন, যারা নির্বাচনকে বাঞ্চাল করতে চেয়ে ছিলেন তারা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুই দুই বার দূর্ঘনা ঘটিয়েছেন। এ ঘটনায় মা মেয়ে মারা গেছে যারা নেত্রকোনার বাসিন্দা। ১৫ বছর এ আসনে অনেক উন্নয়ন হয়েছে। এর পরেও কিছু অসমাপ্ত রয়েছে।
আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন। আমি খুবই কৃতজ্ঞ। আমি বসেনেই। আমার নির্বাচনী এলাকা কিভাবে উন্নয়ন করা যায় প্রত্যোকে সাথে কথা বলছি। আমি নীতি আর আদর্শে গড়া মানুষ। যারা অনিয়ম দূর্নীতি করবে তারা আমার কাছে ¯’ান পাবে না। শনিবার বিকালে মদন উপজেলা পাবলিক হল প্রাঙ্গনে মুক্তমঞ্চে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃনমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দছের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান খান রতন, মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শেফালী আক্তার, জেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক জামিউল ইসলাম খান (জামি), কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মমতাজ হোসেন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীমের, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, ইফতেখারুল আলম খান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, যুব লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কলেজ ছাত্র লীগের আহব্বায়ক এসএম আক্রাম হাসান প্রমূখ।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।