শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‎রায়পুরে জামায়াতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়ার গণসংযোগ

‎রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি ঃ
‎লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া গণসংযোগ করেছেন।

‎সোমবার বিকাল থেকে তিনি সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকাসহ আশপাশের গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

‎এ সময় তিনি এলাকার মানুষের খোঁজ-খবর নেন এবং জামায়াতের উন্নয়ন ভাবনা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

‎স্থানীয় এক দোকানদার বলেন, “আমরা শান্তি চাই, উন্নয়ন চাই। যদি তিনি নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকেন, তাহলে আমাদের এলাকার ভাগ্য বদলাবে।”

‎এক তরুণ ভোটার জানান, “যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। আমরা এমন নেতৃত্ব চাই, যারা বেকারত্ব ঘোচাতে কার্যকর পদক্ষেপ নেবেন।”

‎এক প্রবীণ ব্যক্তি আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা জীবনে অনেক কিছু দেখেছি। এখন চাই, সৎ মানুষ ক্ষমতায় আসুক, যারা সত্যিকারের জনগণের কথা বলবে।”

‎গণসংযোগে জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, “আপনাদেরা দোয়া ও সমর্থন নিয়েই আমরা নির্বাচনী মাঠে আছি। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”

‎এস.এম/দেশ জার্নাল

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----