শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

এস.এম জাকির হোসাইনঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কৃষকরা আমন ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন । কয়েকদিনের টানে বৃষ্টিতে আমনের বীজতলা জন্য এ উপজেলার জমি উপযোগী হয়েছে।

কৃষকরা জানান, বোরো ধানের দাম কম থাকায় আমাদের লেকসান হয়েছে । তবে আমনধান ব্যাপক আকারে চাষ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।  এ জন্য আমন ধানের বীজতলা তৈরি করছেন তারা। কয়েকদিনের টানা বৃষ্টিতে বীজতলা তৈরি করার সঠিক সময় এখন বলে তারা জানান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এখন পর্যন্ত আমনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়নি। কয়েকদিনের মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক করা হবে এবং ১ হাজার ২শত কৃষককে সরকারিভাবে আমনধানের ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়েছে

রোববার সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়, আউশধানের বীজতলা তৈরি করছেন চাষিরা। কয়েকদিনের বৃষ্টিতে বীজতলার জন্য জমিন উপযোগী হয়েছে। বেশিরভাগ কৃষক উফশী ও হাইব্রিড ধানের বীজতলা তৈরি করছেন।

দেশ জার্নাল/এস.এম

 

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----