শিক্ষকদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে রায়পুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি


এস.এম জাকির হোসাইন
গতকাল ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জ, গ্রেফতার ও রক্তাক্ত করার ঘটনার প্রতিবাদে সারা দেশের মতো লক্ষ্মীপুরের রায়পুরেও চলছে কর্মবিরতি।
রায়পুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর কামিল (এম.এ) মাদ্রাসা, রুস্তম আলী ডিগ্রি কলেজ ওরায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয় ,উদমারা উচ্চ বিদ্যালয়, রাখালিয়া উচ্চ বিদ্যালয়,হালিমা মাদ্রাসা,জনকল্যান উচ্চ বিদ্যালয় ,রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়,চরআবাবিল উচ্চ বিদ্যালয় সহ রায়পুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা সোমবার সকাল থেকে শ্রেণিকক্ষ বর্জন করে কর্মবিরতি পালন করছেন।
শিক্ষকরা জানান, ঢাকায় চলমান আন্দোলনে অংশ নেওয়া সহকর্মীদের ওপর পুলিশের নির্যাতন বর্বরতার শামিল। ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে তাদের আন্দোলন যৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
রায়পুর কামিল (এম.এ) মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নোমান সালেহী বলেন, “শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতন লজ্জাজনক ও অমানবিক। সরকার দ্রুত দাবি মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটাবে—এটাই আমাদের প্রত্যাশা। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।”
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।