শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ” অনুষ্ঠিত

 

এস.এম জাকির হোসাইন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কর্তৃক আয়োজিত শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর-২০২২) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুন এবং সহকারী পরিচালক , জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ,লক্ষ্মীপুর বিদ্যুৎ রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করার লক্ষ্যে সরকার এর একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কাজ করা হচ্ছে। আজকে যারা প্রশিক্ষণ পেতে যাচ্ছেন তাদেরকে আন্তরিকতার সাথে কাজ করে সরকারের উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য অনুরোধ করছি। এভাবেই সকলের সার্বিক সহযোগিতায় আমরা আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত করতে পারবো।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়