সিরাজগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা খাইরুল ইসলাম আইয়ুব বহিষ্কার
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম আইয়ুবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম আইয়ুবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস জানান, ‘দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র ভঙ্গ করার কারণে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খাইরুল ইসলাম আইয়ুবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।