উলিপুরে ০-৩৬ মাসের শিশুর পুষ্টি সেবা ওরিয়েন্টেশন !
উলিপুরে ০-৩৬ মাসের শিশুর পুষ্টি সেবা ওরিয়েন্টেশন ! - দেশ জার্নাল
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুরে গর্ভবতী রারী,প্রসুতি মা ,০-৩৬ মাসের শিশুর পুষ্টি সেবা ও কম জন্ম-ওজনের নবজাতকের যত্ন উন্নয়নে কমিউনিটি বেইজড এনগেজমেন্ট (সিবিই) প্রকল্প বাস্তবায়ন
উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ইউনিসেফ এর আত্মিক সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে উলিপুর উপজেলায় জাতীয় পুষ্টিসেবা চালু উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেশকাতুল আবেদের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম , হোসেন মন্টু, জেলা সিভিল সার্জন মনজুর এ মোর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাই চেয়ারম্যান রিপা সরদার, ইউনিসেফ অফিসার জাহাঙ্গীর, জাকারিয়া চৌধুরী প্রোগ্রাম অফিসার এফ এইচ আই,ডা:জোবায়েত সামস এম এ সিএডভাইজার এফএইচআই ও সকল ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।